Picture Gallery

Ms Annette Betting এর কারখানা ভিজিট

আজ (13th Nov 2019)  আমাদের ফ্যাক্টরীতে জার্মানীর বিখ্যাত এবং ইউরোপের সনামধন্য ব্র্যান্ড অটো গ্রুপের অধীনে সিস্টার কর্ন্সার্ন Seih an! এর সিনিয়র ম্যানেজার রি-বাইং Ms Annette Betting ভিজিট করলেন। এটাই ছিলো Ms Annette Betting এর বাংলাদেশে প্রথম ভিজিট। অত্যান্ত সুন্দর একটি ভিজিট হলো। অতিথির সাথে রাকসা এবং রুবেল ভাইও সাথে ছিলেন। তাদের সাথে কিছু ছবি এবং ভিডিও।

Ms Annette Betting এর কারখানা ভিজিট

Otto Group এর অধীনে আমাদের ফ্যাক্টরী একটি টপ ভেন্ডর হিসাবে পরিচিতি পেয়েছে। আমরা তাদের একটি স্ট্রাটেজিক পার্টনার হিসাবে কাজ করি। We are proud to be a part of such famous Brand in the World. 

ACCORD Award Ceremony with Mr Bob

বাংলাদেশে ACCORD (Bangladesh) এর অধীনে মোট ১৬০০ ফ্যাক্টরী বিদ্যমান। রানা প্লাজায় বিল্ডিং ধসের পর পুরু দুনিয়ায় বাংলাদেশের পন্য যখন শ্রমিকদের নিরাপত্তার কারনে বাংলাদেশে প্রস্তুতকৃত সব পোষাক সমুহ বর্জনের পথে,  তখন এই ACCORD এর আগমন। তাদের প্রধান কাজ ছিলো প্রতিটি ফ্যাক্টরী যেনো বিল্ডিং, ফায়ার এবং ইলেক্ট্রিক্যালের দিক দিয়ে ১০০% নিরাপদ থাকে। সে মোতাবেক আমাদের ফ্যাক্টরীতে প্রায় ১৬ বার পরিদর্শন করে প্রতিবার প্রতিটি নিরাপত্তা বিষয়ক বিবেচ্য বিষয় গুলি কারেক্টেড করে অবশেষে গত ২০১৬ সালে আমাদের ফ্যাক্টরীকে নিরাপদ ঘোষনা করে সার্টিফিকেট দেয়। আমাদের এই চুড়ান্ত ফলাফলে ক্রমিক নম্বর ছিলো ১৬ কিন্তু সিরিমনির তারিখ পিছিয়ে দেয়াতে আমাদের ক্রমিক দাড়িয়েছিলো ২৬। আমরা অটো গ্রুপের ভেন্ডারদের মধ্যে সর্ব প্রথম যারা একর্ডের সার্টিফিকেট পেলো। 

RMG Sustainability Council (RSC) এর সাথে প্রথম পরিদর্শন 

প্রায় ৮ বছর এক নাগাড়ে ACCORD বিল্ডিং সেফটি, ফায়ার এন্ড ইলেক্ট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করে প্রায় ৬০% ফ্যাক্টরীকে একর্ড স্ট্যান্ডার্ডে আনার পর দেশীয় এক্সপার্ট দিয়ে একর্ডের বাকী কাজ গুলি করার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার এবং বায়ারগন। ফলে ACCORD যে সব ফ্যাক্টরীসমুহ ১০০% রেমিডেশন করে ফেলেছে এবং একর্ড সার্টিফাইড ফ্যাক্টরি, সে সবের প্রথম ১০০ ফ্যাক্টরী নব গঠিত RSC র কাছে হস্তান্তর করেছে। তারমধ্যে আমাদের River Side Sweaters Ltd একটি। আজ ১৯/১/১৯ তারিখে RCC এর উর্ধতন কর্মকর্তাগন আমাদের ফ্যাক্টরি পরিদর্শন করতে এসেছিলেন। মোট ৭ জনের টিম। তারা পুরু প্রোসেসটা পুনরায় তাদের মতো করে পুংখানুপুংখ ভাবে যাচাই বাছাই করেন।  তাদের পরিদর্শন মোতাবেকও আমাদের ফ্যাক্টরি ১০০% কোয়ালিফাই করেছে এবং টিম আমাদের সার্বিক ইন্সপেকশনে অত্যান্ত ভালোমানের গ্রেডিং দিয়ে উতসাহ দিয়ে গেলেন। RSC র সাথে আমাদের প্রথম বৈঠকের একটি দৃশ্য।

সোস্যাল ইসলামী ব্যাংক (SIBL) এর Best Exporter in the Year 

২০০৩ সাল থেকে আমরা সোস্যাল ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং করছি। সেই অবধি এখনো আমরা অন্য কোনো ব্যাংকে আর যাওয়ার প্রয়োজন মনে করিনি কারন আমরা যেমন সবসময় চেয়েছি ব্যাংকের সাথে লেনদেনের ব্যাপারগুলি একেবারে স্পষ্ট রাখতে তেমনি এসআইবিএল ব্যাংকও আমাদেরকে ততটুকুই সম্মানের সাথে সবকিছুতে সহযোগীতা করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেকটর জনাব মোহাম্মাদ আলী এ ব্যাপারে আমাদের ফ্যাক্টরীতে সাথে এডিশনাল এমডি (জনাব সোহেল সাহেব) এবং আরো কিছু গনমান্য স্টাফদের নিয়ে সেই সম্বোর্ধনাই দিলেন আজ। সেইসাথে তিনি সম্মান করে আমাদের প্রতিটি শ্রমিকের জন্য মাত্র ১০০ টাকায় একটা নন-ডিপোজিট সঞ্চয় ফান্ড খুলে দিলেন, যার নাম তিনি দিয়েছেন- সুখের ঠিকানা। ধন্যবাদ সোস্যাল ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা আর কর্মচারীদের। 

সেন্ট পিটার্সবার্গে এক্সিবিশনে রিভার সাইড সুয়েটার্স 

39th International Exhibition of Textile and Light Industryএর মেলাটার সময়কাল ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু মেলাটা খুব ভালো লাভ হয় নাই। আমাদের বাংলাদেশি রাশিয়ান এম্বেসি আমাদের সব ব্যবসায়ীক মানুষগুলিকে একটা ধাধায় ফেলে দিয়েছিলো। তারপরেও ব্যবসায়ীক লাভের চেয়ে অনেক শখের কিছু জায়গা দেখা হলো সেখানে। আলেক্সজেন্ডার-১ এর আমলে 'সেন্ট আইজাক ক্যাথেড্রাল'টি 'পিটার দি গ্রেট' এর চীফ পেট্রোন 'সেন্ট আইজাক' এর নামে করা। দেখে গেলাম। আরো দেখলাম-আলেক্সজেন্ডার কলাম ইন প্যালেস স্কোয়ার, চার্চ অফ দি সেভিউর অন স্পিল্ড ব্লাড, নেভা রিভার ব্রিজ এবং পুটিনের বাবার বাড়ি। একসময় এই সেন্ট পিটার্সবার্গকে বলা হতো লেনিনগ্রাড। দেখা হল সে ক্রেমলিনও। ব্যবসায়ীক অভিজ্ঞতার চেয়ে ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা হয়েছে এই ব্যবসায়ীক ভিজিটে।